Monday, August 13, 2012

শ্যামল ছায়া, নাইবা গেলে.::.গান ও স্বরলিপি

Image Courtesy : Google

পর্যায়: প্রকৃতি
রাগ: ভৈরবী 
তাল: ষষ্ঠী 
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925


 শ্যামল ছায়া, নাইবা গেলে
          শেষ বরষার ধারা ঢেলে॥
সময় যদি ফুরিয়ে থাকে--  হেসে বিদায় করো তাকে,
এবার নাহয় কাটুক বেলা অসময়ের খেলা খেলে॥
          মলিন, তোমার মিলাবে লাজ--
          শরৎ এসে পরাবে সাজ।
নবীন রবি উঠবে হাসি,   বাজাবে মেঘ সোনার বাঁশি--
কালোয় আলোয় যুগলরূপে শূন্যে দেবে মিলন মেলে॥


গান ডাউনলোড লিঙ্ক

 


শিল্পীঃ রেজওয়ানা চৌধুরী বন্যা
এখানে ক্লিক করুন













স্বরলিপি

Notation of Shyamol Chhaya

 


Like the Post? Do share with your Friends.

No comments:

Post a Comment

IconIconIconFollow Me on Pinterest