Friday, July 20, 2012

গান ও স্বরলিপি.::.আমার মুক্তি আলোয় আলোয়

Image Courtesy: Flikr


আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
        আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥
দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে,
       গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ॥
আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,
        দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।
বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা--
        জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।
পর্যায়ঃ পূজা
রাগ: মিশ্র কেদারা
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২ আশ্বিন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: ন্যুর্নবর্গ, জার্মানী
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর



গান ডাউনলোড লিঙ্ক:

শিল্পী: শ্রাবনী সেন
এখানে ক্লিক করুন


স্বরলিপি:



Like the Post? Do share with your Friends.

No comments:

Post a Comment

IconIconIconFollow Me on Pinterest