Sunday, July 22, 2012

গান ও স্বরলিপি.::. তোমার খোলা হাওয়া

Image Courtesy: Google

পর্যায়: পূজা
রাগ: সারিগান
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর




তোমার     খোলা হাওয়া লাগিয়ে পালে   টুকরো করে কাছি
আমি    ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ॥
সকাল আমার গেল মিছে,                 বিকেল যে যায় তারি পিছে গো--
          রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি ॥
          মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,
          ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
ঝড়কে আমি করব মিতে,                   ডরব না তার ভ্রূকুটিতে--
          দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি ॥



গান ডাউনলোড লিঙ্ক:


শিল্পী: রেজয়ানা চৌধুরী বন্যা
এখানে ক্লিক করুন









স্বরলিপি:



Like the Post? Do share with your Friends.

No comments:

Post a Comment

IconIconIconFollow Me on Pinterest