Saturday, July 21, 2012

গান ও স্বরলিপি.::.তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে




পর্ব: পূজা
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ এপ্রিল, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর



তুমি যে          সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,
এ আগুন        ছড়িয়ে গেল সব খানে॥
যত সব          মরা গাছের ডালে ডালে
                   নাচে আগুন তালে তালে     রে,
আকাশে         হাত তোলে সে কার পানে ॥
আঁধারের        তারা যত অবাক্‌ হয়ে রয় চেয়ে,
কোথাকার       পাগল হাওয়া বয় ধেয়ে।
নিশীথের         বুকের মাঝে এই-যে অমল
                   উঠল ফুটে স্বর্ণকমল,
আগুনের        কী গুণ আছে কে জানে ॥



গান ডাউনলোড লিঙ্ক:


শিল্পী: রেজওয়ানা চৌধুরী বন্যা
এখানে ক্লিক করুন




স্বরলিপি:




Like the Post? Do share with your Friends.

No comments:

Post a Comment

IconIconIconFollow Me on Pinterest