Image Courtesy : Google |
পর্যায়: প্রকৃতি
রাগ: ভৈরবী
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
শ্যামল ছায়া, নাইবা গেলে
শেষ বরষার ধারা ঢেলে॥
সময় যদি ফুরিয়ে থাকে-- হেসে বিদায় করো তাকে,
এবার নাহয় কাটুক বেলা অসময়ের খেলা খেলে॥
মলিন, তোমার মিলাবে লাজ--
শরৎ এসে পরাবে সাজ।
নবীন রবি উঠবে হাসি, বাজাবে মেঘ সোনার বাঁশি--
কালোয় আলোয় যুগলরূপে শূন্যে দেবে মিলন মেলে॥
গান ডাউনলোড লিঙ্ক
শিল্পীঃ রেজওয়ানা চৌধুরী বন্যা
এখানে ক্লিক করুন