Tuesday, September 25, 2012

ভরা থাক্‌ স্মৃতিসুধায়

Image Courtesy: Google
রাগ: বেহাগ 
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ বৈশাখ, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ এপ্রিল, ১৯২৩ 
রচনাস্থান: শান্তিনিকেতন


ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি।
মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি॥
বিষাদের অশ্রুজলে   নীরবের মর্মতলে
গোপনে উঠুক ফলে   হৃদয়ের নূতন বাণী॥
যে পথে যেতে হবে   সে পথে তুমি একা--
নয়নে আঁধার রবে,  ধেয়ানে আলোকরেখা।
সারা দিন সঙ্গোপনে   সুধারস ঢালবে মনে
পরানের পদ্মবনে   বিরহের বীণাপাণি॥

গান ডাউনলোড লিঙ্ক







শিল্পী: কাদেরী কিবরিয়া
এখানে ক্লিক করুন। 




স্বরলিপি


{ Read More }


Monday, August 13, 2012

শ্যামল ছায়া, নাইবা গেলে.::.গান ও স্বরলিপি

Image Courtesy : Google

পর্যায়: প্রকৃতি
রাগ: ভৈরবী 
তাল: ষষ্ঠী 
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925


 শ্যামল ছায়া, নাইবা গেলে
          শেষ বরষার ধারা ঢেলে॥
সময় যদি ফুরিয়ে থাকে--  হেসে বিদায় করো তাকে,
এবার নাহয় কাটুক বেলা অসময়ের খেলা খেলে॥
          মলিন, তোমার মিলাবে লাজ--
          শরৎ এসে পরাবে সাজ।
নবীন রবি উঠবে হাসি,   বাজাবে মেঘ সোনার বাঁশি--
কালোয় আলোয় যুগলরূপে শূন্যে দেবে মিলন মেলে॥


গান ডাউনলোড লিঙ্ক

 


শিল্পীঃ রেজওয়ানা চৌধুরী বন্যা
এখানে ক্লিক করুন













স্বরলিপি

Notation of Shyamol Chhaya

 

{ Read More }


Monday, July 30, 2012

তুমি কি কেবলই ছবি.::.গান ও স্বরলিপি



পর্যায়ঃ বিচিত্র
রাগ: কানাড়া 
তাল: কাহারবা 
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ কার্তিক, ১৩২১ 
রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ অক্টোবর, ১৯১৪
 রচনাস্থান: এলাহাবাদ



        
  তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।              
              ওই-যে সুদূর নীহারিকা
          যারা করে আছে ভিড়   আকাশের নীড়,
              ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী   গ্রহ তারা রবি,
          তুমি কি তাদের মতো সত্য নও।
                        হায় ছবি, তুমি শুধু ছবি॥
              নয়নসমুখে তুমি নাই,
          নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই-- আজি তাই
              শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।
আমার নিখিল   তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
                        নাহি জানি, কেহ নাহি জানে--
                   তব সুর বাজে মোর গানে,
                        কবির অন্তরে তুমি কবি--
                   নও ছবি, নও ছবি, নও শুধু ছবি॥


গান ডাউনলোড লিঙ্ক

 

শিল্পী - কবীর সুমন
এখানে ক্লিক করুন।








স্বরলিপি

 


{ Read More }


Monday, July 23, 2012

আমার মন কেমন করে.::.গান ও স্বরলিপি



পর্যায়: প্রেম
রাগ: মিশ্র ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১০ অগ্রহায়ণ, ১৩৪৫
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ নভেম্বর, ১৯৩৮
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার



আমার   মন কেমন করে--
কে জানে, কে জানে, কে জানে কাহার তরে॥
              অলখ পথের পাখি গেল ডাকি,
                   গেল ডাকি সুদূর দিগন্তরে
              ভাবনাকে মোর ধাওয়ায়
সাগরপারের হাওয়ায় হাওয়ায় হাওয়ায়।
                   স্বপনবলাকা   মেলেছে পাখা,
          আমায়       বেঁধেছে কে সোনার পিঞ্জরে   ঘরে॥



গান ডাউনলোড লিঙ্ক:

শিল্পী: সুপ্রতীক দাস
এখানে ক্লিক করুন


স্বরলিপি:


{ Read More }


Sunday, July 22, 2012

গান ও স্বরলিপি.::. তোমার খোলা হাওয়া

Image Courtesy: Google

পর্যায়: পূজা
রাগ: সারিগান
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর




তোমার     খোলা হাওয়া লাগিয়ে পালে   টুকরো করে কাছি
আমি    ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ॥
সকাল আমার গেল মিছে,                 বিকেল যে যায় তারি পিছে গো--
          রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি ॥
          মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,
          ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
ঝড়কে আমি করব মিতে,                   ডরব না তার ভ্রূকুটিতে--
          দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি ॥



গান ডাউনলোড লিঙ্ক:


শিল্পী: রেজয়ানা চৌধুরী বন্যা
এখানে ক্লিক করুন









স্বরলিপি:


{ Read More }


Saturday, July 21, 2012

গান ও স্বরলিপি.::.আজি হৃদয় আমার যায় যে ভেসে



Image Courtesy: Google


পর্যায়: প্রকৃতি(বর্ষা)
রাগ: ইমন-পূরবী
তাল: দাদরা-খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

  আজি   হৃদয় আমার যায় যে ভেসে
     যার    পায় নি দেখা তার উদ্দেশে॥
বাঁধন ভোলে, হাওয়ায় দোলে,   যায় সে বাদল-মেঘের কোলে রে
              কোন্‌-সে অসম্ভবের দেশে॥
              সেথায় বিজন সাগরকূলে
              শ্রাবণ ঘনায় শৈলমূলে।
রাজার পুরে তমালগাছে   নূপুর শুনে ময়ূর নাচে   রে
              সুদূর তেপান্তরের শেষে॥

গান ডাউনলোড লিঙ্ক:



শিল্পী: শ্রীকান্ত আচার্য্য
এখানে ক্লিক করুন





স্বরলিপি:


{ Read More }


গান ও স্বরলিপি.::.তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে




পর্ব: পূজা
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ এপ্রিল, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর



তুমি যে          সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,
এ আগুন        ছড়িয়ে গেল সব খানে॥
যত সব          মরা গাছের ডালে ডালে
                   নাচে আগুন তালে তালে     রে,
আকাশে         হাত তোলে সে কার পানে ॥
আঁধারের        তারা যত অবাক্‌ হয়ে রয় চেয়ে,
কোথাকার       পাগল হাওয়া বয় ধেয়ে।
নিশীথের         বুকের মাঝে এই-যে অমল
                   উঠল ফুটে স্বর্ণকমল,
আগুনের        কী গুণ আছে কে জানে ॥



গান ডাউনলোড লিঙ্ক:


শিল্পী: রেজওয়ানা চৌধুরী বন্যা
এখানে ক্লিক করুন




স্বরলিপি:



{ Read More }


IconIconIconFollow Me on Pinterest